বীরভূমের দুবরাজপুরের চাঁপানগরী গ্রামের হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণ
গতকাল রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুরে পঞ্চায়েতের চাঁপানগরী গ্রামের হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ীর একাংশ।
যদিও বা হতাহতের কোনো খবর নাই। সাতসকালে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিস বাহিনী। পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড টিমকে। বোম্ব স্কোয়াডের টিম এসে দুর্ঘটনাগ্রস্ত এলাকা খতিয়ে দেখে।
দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণ ( বীরভূম )
দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণ ( বীরভূম )
Gepostet von ACN Life News am Mittwoch, 21. Oktober 2020
জানা যায়, বিস্ফোরণ হওয়া ঘরটিতে একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে এবং পাশের রুমে গ্রাম ষোল আনার রান্নার সরঞ্জাম রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কোনো রাজনৈতিক রং নেই এখানে। এই গ্রামের দুই গোষ্ঠীর জেরে হয়তো এই বিস্ফোরণ। গ্রামের এক বাসিন্দা রৌসন আলী জানান, সকালে উঠে দেখছি বিস্ফোরণ ঘটেছে।
তারপর পুলিশকে ফোন করি। কে বা কারা ষড়যন্ত্র করেছে তা জানি না। অপরদিকে সেখ ইউনুস জানান, এর আগে গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছিল। আবারও এখানে দ্বিতীয়বার ঝামেলা করার জন্যই এখানে বোমা মজুত রাখা হয়েছিল বলে জানান।