1 অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার গঙ্গা নদী থেকে ঘটনাটি ঘটেছে মালদা ভুতনি থানা হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেনুটোলা গ্রামে l
রবিবার দুপুরে এলাকায় মাঝবয়সী মৃতদেহটি ভেসে আসে l ঘটনার খবর পেয়ে ভুতনি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় l
তবে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে থানার পুলিশ l