Home আজকের খবর বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধার পচাগলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বিধনসরণী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটি কোন না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে চাচল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধার নাম চাঁদনী রাম (৬৫)। চাঁচলের বিধনসরণি এলাকায় তার বাড়ি। এক চিলতে একটি ছোট ঘরে একায় থাকতেন তিনি। তার স্বামী বহুদিন আগেই তাকে ছেড়ে চলে যান। বৃদ্ধার কোনো সন্তান নেই।

https://www.facebook.com/230205334351193/videos/775740509954974

বৃদ্ধার প্রতিবেশীরা থেকে জানা যায়, বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন । প্রতিবেশীদের সাথে তেমন কোনো সম্পর্ক রাখতেন না। এদিন সকালে বৃদ্ধার বাড়ির পাশের প্রতিবেশীরা ফুল তুলতে গেলে দুর্গন্ধ পায়। এর পর বেশ কিছু প্রতিবেশী জামায়াত হয়েছে স্থানে। খবর দেওয়া হয় চাচোল থানা চাচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাড়ির দরজা ভেঙে দেখতে পাই গো ঘরের মেঝেতে একদম পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে।

এরপরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এটি আদৌ খুলনা আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে চারটি থানার পুলিশ। প্রতিবেশীদের দাবিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই হয়তো তিনি মারা গেছেন বলে দাবি প্রতিবেশীদের। তবে মৃতদেহটি দশদিনের পচা গলা মৃতদেহ বলে অনুমান করছে পুলিশ ও স্থানীয়রা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments