বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধার পচাগলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বিধনসরণী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটি কোন না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে চাচল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধার নাম চাঁদনী রাম (৬৫)। চাঁচলের বিধনসরণি এলাকায় তার বাড়ি। এক চিলতে একটি ছোট ঘরে একায় থাকতেন তিনি। তার স্বামী বহুদিন আগেই তাকে ছেড়ে চলে যান। বৃদ্ধার কোনো সন্তান নেই।
https://www.facebook.com/230205334351193/videos/775740509954974
বৃদ্ধার প্রতিবেশীরা থেকে জানা যায়, বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন । প্রতিবেশীদের সাথে তেমন কোনো সম্পর্ক রাখতেন না। এদিন সকালে বৃদ্ধার বাড়ির পাশের প্রতিবেশীরা ফুল তুলতে গেলে দুর্গন্ধ পায়। এর পর বেশ কিছু প্রতিবেশী জামায়াত হয়েছে স্থানে। খবর দেওয়া হয় চাচোল থানা চাচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাড়ির দরজা ভেঙে দেখতে পাই গো ঘরের মেঝেতে একদম পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে।
এরপরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এটি আদৌ খুলনা আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে চারটি থানার পুলিশ। প্রতিবেশীদের দাবিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই হয়তো তিনি মারা গেছেন বলে দাবি প্রতিবেশীদের। তবে মৃতদেহটি দশদিনের পচা গলা মৃতদেহ বলে অনুমান করছে পুলিশ ও স্থানীয়রা।