Home আজকের খবর যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

গ্রামের পুকুর পারে আম গাছে একই সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুবক-যুবতীর দেহ।একই ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায় তাদের। প্রাথমিক ভাবে তাদের প্রেমিক যুগল মনে করা হলেও বাড়ির এবং এলাকার লোকেদের দাবি তাদের একসাথে কোনোদিন ঘুরতে দেখা যায়নি।ফলে কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নসরপুর মাঠের একটি পুকুরের ধারে।ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আত্মঘাতী ওই যুবকের নাম পবিত্র সিংহ (১৭)। বাড়ি কুশীদা গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে। আত্মঘাতী যুবতীর নাম নিরূপা সিংহ ( ১৫)।বাড়ি কুতুবপুর গ্রামেই ।মেয়ের বাড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মত খাওয়া,দাওয়া করে তারা কাল তারা ঘুমিয়েছিল।নিরূপা তার বোনের সাথে এক ঘরে ঘুমোয়।সকালে উঠে তার মা মনু সিংহ দেখেন মেয়ে নিরূপা ঘরে নেই।তারপরেই ওই দুঃসংবাদ আসে।এদিকে ছেলের বাড়ির সূত্রে জানা যায় কাল ট্রাক্টরে করে জমির ধান আনতে বাড়ি থেকে বেরিয়েছিল।

https://www.facebook.com/230205334351193/videos/1299489047070021

কিন্তু তারপর থেকে তার আর দেখা পাওয়া যায়নি। ফোন করলে ফোনেও পাওয়া যায়নি। সকালবেলা বাড়িতে খবর আসে ছেলে আত্মঘাতী হয়েছে গ্রামেরই আর এক যুবতীর সাথে।তবে এই ঘটনায় হতবাক সকলেই।কারণ তাদের মধ্যে সম্পর্কের কথা পরিবার বা এলাকার কেউ জানত না। একসাথে কোনোদিন ঘুরতেও দেখা যায়নি। শুধু মেয়ের বাড়ি থেকে তাদের একটি ঘনিষ্ঠ যুগল ছবি উদ্ধার হয়েছে।নশরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজেন সিংহ প্রাতঃভ্রমণে গিয়ে প্রথম দেখেন এই ঘটনা।তারপর এলাকাবাসী এবং তাদের বাড়ির লোককে খবর দেন।

মৃত যুবকের ভাই বিক্রম জানান,” গতকাল সন্ধ্যে বেলা জমির ধান ট্রাক্টরে আনার জন্য জমি গেছিল দাদা। কিন্তু পরে জমিতে গিয়ে আমি দাদাকে দেখতে পায়নি।ফোন করলেও ফোনে পায়নি। আমরা ভাবি হয়ত কোথাও গেছে।অবশেষে সকালে এই খবর আসে। কিন্তু ওই মেয়ের সাথে দাদার সম্পর্কের ব্যাপারে আমি কিছু জানি না।”

মেয়ের মামা নিত্যানন্দ সিংহ বলেন, ” ছেলে,মেয়ে দুজনেই খুব ভাল ছিল।ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল জানতাম না।কিভাবে কি হল ভেবে পাচ্ছি না। ”

এইভাবে গ্রামের দুই যুবক যুবতীর আত্মহত্যার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments