বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হালসত গ্রামে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা, মৃতের নাম ঝণ্টু বাগদী, বয়স 23 বছর। উল্লেখ্য, গতকাল গ্রামে সরস্বতী বিসর্জন ছিল।
ঝণ্টু ঐ বিসর্জনে যায় কিন্তু রাত্রে আর বাড়ি ফেরেনি। তাই বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে স্থানীয় একটি পুকুরে মহিলারা স্নান করতে গেলে তাঁদের পায়ে ঝণ্টুর মৃতদেহ স্পর্শ হয়।
বাড়ীর লোকজনকে খবর দেওয়া হলে তাঁরা ছুঁটে আসেন ঘটনাস্থলে। তারপর খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। পরিবারের লোকজনদের অনুমান তাঁকে পুকুরে পাথর চাপা দিয়ে খুন করা করা হয়েছে।