পূর্ব বর্ধমান মেমারি দু’নম্বর ব্লকে বরপলাশন ২ নম্বর অঞ্চলের অন্তর্গত বারারি গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল দুই মহিলার । ওই দুই মহিলার নাম মালতি সব্বর ও আশা সব্বর।
মৃত দুই মহিলা বোহার দু’নম্বর অঞ্চলের অন্তর্গত মশড়া গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্রে জানা যায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই দুই মহিলা।
তাদের দুজনকে নিয়ে আসা হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর মর্গে পাঠায় ।