গলায় পেন্সিলের খোসা আটকে মারা গেল ছ’বছরের শিশু। বুধবার সকালে সে তার ভাইবোনদের সঙ্গে বাড়ির ছাদে বসে পড়াশোনা করছিল।উত্তরপ্রদেশের হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে সে তার ভাইবোনদের সঙ্গে বাড়ির ছাদে বসে পড়াশোনা করছিল।
খেলার ছলে মুখের মধ্যে পেন্সিল ছোট করার কল দাঁতে চেপে ধরে আর্তিকা। মুখ তীক্ষ্ণ করতে ওই পেন্সিলের খোসা ছাড়াতে শুরু করে। পেন্সিল ছুলতে ছুলতে হঠাৎই কল থেকে খোলাগুলি বেরিয়ে তার গলায় গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
আর্তিকা শ্বাস না নিতে পারায় তার ভাইবোনরা চিৎকার করে বাবা-মাকে ডাকে। তাকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে বছর মা ও বাবা ময়নাতদন্ত করাতে রাজি হননি এবং দেহ নিয়ে বাড়ি ফিরে যান।চিকিৎসকরা জানিয়েছেন, নিশ্বাস না নিতে পেরে দম আটকে মৃত্যু হয়েছে ছোট্ট আর্তিকার।