এসিএন লাইফ নিউজ ডেক্স, ৩০ জুলাই : প্রকাশিত হল চলতি বছরের সিবিএসই দ্বাদশের ফল । উত্তীর্ণ পরীক্ষার্থী ৯৯.৩৭ শতাংশ । ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৯.৬৭ শতাংশ । ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৯.১৩ শতাংশ ।
অতিমারি পরিস্থিতিতে চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণিতে কোনও পরীক্ষা হয়নি । অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি মেনে ফলাফল প্রকাশ করা হল ।
সিবিএসই বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা । বোর্ডের নিজস্ব অ্যাপ থেকেও জানা যাবে ফল ।
এদিন সকালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটি দৃশ্যকে মিম-এর রূপে পোস্ট করে ফল প্রকাশের খবর দেয় সিবিএসই । যেখানে লেখা ছিল ‘আখির ওহ দিন আ হি গ্যায়া’।