Home খবর ডিপনেক ব্লাউজ ও ফিনফিনে নীল শাড়িতে মিঠাই! চেনা সাজ ছেড়ে পুজোয় তাক...

ডিপনেক ব্লাউজ ও ফিনফিনে নীল শাড়িতে মিঠাই! চেনা সাজ ছেড়ে পুজোয় তাক লাগালেন এভাবেই

মিঠাই রানির জনপ্রিয়তার (Mithai) কথা তাঁর দর্শকদের নতুন করে বলে দিতে হবে না। এই মিঠাই সুন্দরী সবার কাছে এতটাই প্রিয়। তাঁর হাসিখুশি এই মুখ সব সময় মাতিয়ে রাখে টেলিভিশিনের দর্শকদের। শুধুই সৌমিতৃষা তথা মিঠাইয়ের এই মিষ্টি সৌন্দর্যের সাক্ষী থাকবেন বলে অনেকে ধারাবাহিকটি দেখেন। তাঁর সাবলীল অভিনয়ের জন্য খুব অল্প সময়েই সবার প্রিয় হয়ে উঠেছেন সৌমিতৃষা।তবে শুধুই তাঁর অভিনয় দক্ষতা নয়, বরং মিঠাইয়ের স্টাইলিংয়েরও কিন্তু প্রশংসা করতেই হয়। কেন বলছি এমন কথা? কারণ, দুর্গাপুজোয় (Durga Puja 2022) এই মিঠাই রানি এক একটি লুক শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। শাড়ি পরে খুবই সুন্দর দেখাচ্ছে সৌমিতৃষাকে(Soumitrisha) । প্রমাণ করছেন, স্টাইলিং সম্পর্কে কতটা ওয়াকিবহাল এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক। আজ আমরা সৌমিতৃষার নীল শাড়ি পরা দুটি লুক বেছে নিয়েছি। নীলের এক একটি শেডে সৌমিতৃষাকে এক একরকম লাগছে। কোনওটায় একটু বেশি সুন্দর লাগছে, কোনওটায় লাগছে চমৎকার। কিন্তু সৌমিতৃষাকে নীল রঙে যে কতটা সুন্দর দেখাতে পারে, তার ঝলক দেখতে পেয়েছি আমরা।রয়্যাল ব্লু-তে ভীষণ সেক্সি একটি লুক ক্যারি করেছেন তিনি। আবার সামান্য সাবেকি ছোঁয়ায় অন্য একটি লুক সবার মন জয় করেছে।

সৌমিতৃষা সপ্তমীর সাজের জন্য অসাধারণ একটি শাড়ি বেছে নিয়েছিলেন। দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। একটি রয়্যাল ব্লু রঙের শাড়ি পরেছিলেন সৌমিতৃষা। সি থ্রু এই শাড়িটি ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকে তৈর করা হয়েছিল। শাড়িটি তাঁর লুকে বোল্ড টাচ দিয়েছিল।বেশ বেশ ভালো দেখাচ্ছিল সবার প্রিয় মিঠাই রানিকে। এই শাড়ির উপর ভারী কাজ করা ছিল না। শুধুই সোনালি জরির ছোট ছোট মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল এই শাড়িতে। যা শাড়িটিকে একটি এলিগেন্ট টাচও দিয়েছিল। এর সঙ্গে একটি গোল্ডেন শিমারি ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। হল্টার নেকলাইনের ব্লাউজে ছিল কাট অফ স্লিভ ডিটেলিং। সপ্তমীর সন্ধ্যায় একটি বোল্ড লুক ক্যারি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments