Home অভিযোগ উন্নয়নশীল ভারতের অমানবিক রুপ ?

উন্নয়নশীল ভারতের অমানবিক রুপ ?

দেখলে অবাক হবেন যে আমাদের ভারত নাকি এখন উন্নত ।সেখানে সব কিছুই নাকি খুব সহজ লভ্য এবং দ্রুত গতি তে হয়ে থাকে।
তবে কেনো বা আজ এই রকম অমানবিক ছবি দেখা যাচ্ছে আমাদের ভারতে । সম্পূর্ন বিষয়টি চলুন জেনে নেয়া যাক ।

জেলা হাসপাতাল দেহ বহনের গাড়ি দিতে অস্বীকার করে মাতৃহারা পুত্রকে। আর হতভাগ্য পুত্রের তো বেসরকারি গাড়ি ভাড়া করে মায়ের দেহ গ্রামে নিয়ে যাওয়ার মতোই টাকাই নেই হাতে! অতএব, এই অমানবিকতার সঙ্গে লড়াই করে এই অমানুষিক এক কর্মে নামতে হয় ছেলেকে!অশ্রুসজল চোখে বেদনার্ত মন নিয়ে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ– ৮০ কিলোমিটার!অবিশ্বাস্য ভারত।এটি হলো তাই।

ঘটনাটি মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার শাহদল মেডিকেল কলেজে। শুধু যে মায়ের মরদেহ বহনের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি উক্ত মেডিকেল কলেজটি, তা নয়, ছেলের অভিযোগ, তাঁর মায়ের চিকিৎসার ক্ষেত্রেও গাফিলতি করেছে তারা। গাড়ি না পেয়ে ছেলে ১০০ টাকা খরচ করে কোনও রকমে একটি কাঠের তক্তা কিনতে পেরেছিলেন। সেই তক্তায় মায়ের দেহ বেঁধে নিয়ে নিজের গ্রামের পথে ৮০ কিলোমিটার পাড়ি দেন তিনি।

মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলায় গুদারু গ্রামের মানুষ তিনি।বুকে ব্যথা জনিত কারনে তিনি প্রথমে জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হতে তাঁকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাতেই মারা যান তিনি। রোগীর ছেলে সুন্দর যাদব তাঁর মায়ের মৃত্যুর জন্য নার্সদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন। এই হলো আমাদের বর্তমন ভারতের উন্নত যেখানে সামান্য গরিব লোকেদের সাহায্য করা উচিত বলে মনে করে না।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments