Home অফবিট সিসিটিভি বসানোর কাজে এগিয়ে দিল্লি

সিসিটিভি বসানোর কাজে এগিয়ে দিল্লি

এসিএন লাইফ নিউজ, ৩০ অগাস্ট : CCTV ক্যামেরা বসানোর কাজে সবথেকে এগিয়ে দিল্লি । বিশ্বের মোট ১৫০টা শহরে সমীক্ষা চালানোর পর এই তথ্য উঠে এসেছে বলে জানা যায় । Forbes-র সমীক্ষা থেকে এই তথ্য় জানা গিয়েছে । এই CCTV বসানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে আছে চেন্নাই ।

Forbes-র তথ্য অনুযায়ী দিল্লিতে প্রতি বর্গ মাইলে ১৮২৬.৬টি ক্যামরা রয়েছে । চেন্নাইয়ে রয়েছে প্রতি বর্গ মাইলে ৬০৯.৯ ক্যামেরা ।

এতদিন পর্যন্ত সিসিটিভি ইনস্টলের ক্ষেত্রে চিনের শহরগুলিই এগিয়ে থাকত । কিন্তু এবছর এই শহরগুলিকে টেক্কা দিয়েছে ভারতের এই শহর । অন্যদিকে, লন্ডন, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক এবং মস্কো-র মতো দেশকেও পিছনে ফেলেছে ভারতের রাজধানী ।

এই রেজাল্ট বেরনোর পর স্বভাবতই খুশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানান, “খুবই গর্ব হচ্ছে ৷ সিসিটিভি বসানোর ক্ষেত্রে শহরে প্রতি বর্গ মাইলে দিল্লি এগিয়ে রয়েছে সাংহাই, নিউ ইয়র্ক এবং লন্ডনের মতো বিশ্বের সেরা সব শহরগুলির থেকে ৷” পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছেন কেজরিওয়াল ৷

Most Popular

সপ্তমী থেকেই বাংলায় ভারী বর্ষণ, একনজরে আজকের আবহাওয়া

কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি এবং ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মানুষ। তবে বজায় থাকবে গুমোট...

অপারেশন করতেই চোখ কপালে চিকিৎসকদের তার পেট থেকে বেরোলো 62 টি চামুচ

এবার ফের একবার আরও একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের চিকিৎসকেরা। ওই জেলার এক হাসপাতালে অপারেশনের পর এক রোগীর পেট থেকে বেরোল 62টি...

পালিতা ও জন্মদাত্রী মায়ের বিবাদের মাঝে মে , কার কাছে ফিরবে সে?

আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন। আইনি জটে তিন বছর হোমে কাটানোর...

ইন্টারনেটের গতি ফোর জি-র ১০০ গুণ

পঞ্চম প্রজন্মে পা রাখল দেশের মোবাইল প্রযুক্তি। শনিবার দিল্লিতে ফাইভ জি প্রযুক্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ফাইভ জি প্রযুক্তির হাত ধরে দেশের টেলিকম ব্যবস্থা...

Recent Comments