Home অফবিট সিসিটিভি বসানোর কাজে এগিয়ে দিল্লি

সিসিটিভি বসানোর কাজে এগিয়ে দিল্লি

এসিএন লাইফ নিউজ, ৩০ অগাস্ট : CCTV ক্যামেরা বসানোর কাজে সবথেকে এগিয়ে দিল্লি । বিশ্বের মোট ১৫০টা শহরে সমীক্ষা চালানোর পর এই তথ্য উঠে এসেছে বলে জানা যায় । Forbes-র সমীক্ষা থেকে এই তথ্য় জানা গিয়েছে । এই CCTV বসানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে আছে চেন্নাই ।

Forbes-র তথ্য অনুযায়ী দিল্লিতে প্রতি বর্গ মাইলে ১৮২৬.৬টি ক্যামরা রয়েছে । চেন্নাইয়ে রয়েছে প্রতি বর্গ মাইলে ৬০৯.৯ ক্যামেরা ।

এতদিন পর্যন্ত সিসিটিভি ইনস্টলের ক্ষেত্রে চিনের শহরগুলিই এগিয়ে থাকত । কিন্তু এবছর এই শহরগুলিকে টেক্কা দিয়েছে ভারতের এই শহর । অন্যদিকে, লন্ডন, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক এবং মস্কো-র মতো দেশকেও পিছনে ফেলেছে ভারতের রাজধানী ।

এই রেজাল্ট বেরনোর পর স্বভাবতই খুশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানান, “খুবই গর্ব হচ্ছে ৷ সিসিটিভি বসানোর ক্ষেত্রে শহরে প্রতি বর্গ মাইলে দিল্লি এগিয়ে রয়েছে সাংহাই, নিউ ইয়র্ক এবং লন্ডনের মতো বিশ্বের সেরা সব শহরগুলির থেকে ৷” পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছেন কেজরিওয়াল ৷

Most Popular

মালদহের গৃহশিক্ষক এ বার বিডিও হওয়ার পথে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

সোনার দুর্গা মিললো একটি গ্রামে,তবে গ্রামবাসী দিতে নারাজ প্রশাসন কে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

অর্পিতার বললেন,অসুস্থ আমি! কী কী অসুখ হলো তার?

  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি সেই অর্পিতাকে হাজির করানো হয়। নিজের শারীরিক অসুস্থতার কথা...

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

Recent Comments