এসিএন লাইফ নিউজ, ৯ ডিসেম্বর : দিল্লির রোহিণী কোর্টে বিস্ফোরণ । ঘটনায় আহত ১ । আদালত চত্বরে ছড়িয়েছে আতঙ্ক ।
বৃহস্পতিবার সকাল ১০.৪০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় রোহিণী কোর্টে । ল্যাপটপ থেকে বিস্ফোরণ বলে অনুমান পুলিশের ।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর আদালত কক্ষ বন্ধ রাখা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
দমকল আধিকারিকরা বিস্ফোরণের কথা জানিয়েছেন । দমকল সূত্রে খবর, পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল বিস্ফোরক। বিস্ফোরণ ঘটাতে দেশি বোমা অথবা আইইডি-র ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক ও বিশেষ তদন্তকারী দল । দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে ।
ছবি সৌজন্য : এএনআই নিউজ