এসিএন লাইফ নিউজ, ২৪ সেপ্টেম্বর : দিল্লির রোহিণী আদলাতকক্ষের মধ্যে গুলি । সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে , ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে ।
জানা যায়, আততায়ীরা আইনজীবীর পোশাকে এসেছিল । দুষ্কৃতীদের নিশানায় ছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগী । পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর । আদালতে পেশ করার জন্য গোগীকে নিয়ে আসা হয়েছিল । গুলিবৃষ্টির পিছনে থাকতে পারে গোগীর বিরোধী টিল্লু গ্যাং ।
গোগীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা । গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ । এক মামলার কারণে আদালতে আনা হয়েছিল গোগীকে । তখনই বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।
ঘটনার সময় বিচারক গগনদীপ সিংহের এজলাসে চলছিল শুনানি । আদালতে এখনও পড়ে রয়েছে দুষ্কৃতীদের দেহ । পাল্টা পুলিশের গুলিতে ২ আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ পুলিশের । দুষ্কৃতীদের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশ । সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে । সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন ।
জিতেন্দ্র গোগী দিল্লি সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতীদের মধ্যে অন্যতম । তাকে ধরতে পারলে চার লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ । জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে হরিয়ানার বিখ্যাত গায়িকা হর্ষিতা দাহিয়াকে হত্যার অভিযোগ রয়েছে ।