সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । তারা দাবি করেন , এই বছর অনাবৃষ্টি হওয়ার ফলে চাষের প্রভূত ক্ষতি হওয়ার জন্য কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং এই বছরকে খরা হিসাবে ঘোষণা করার এবং সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করার দাবিতে বিক্ষোভ দেখাই ।
কর্মসুচি টি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে । এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কৃষক ও খেত মজদুর সংগঠনের সদস্যরা এবং শেখ মোজাম্মেল হক বর্ধমান জেলা সম্পাদক সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন ।