মালদা জেলার হবিবপুর সামু হেমরম উচ্চ বিদ্যালয় পরিকাঠামো বেহাল অবস্থার বিরুদ্ধে আবারো বিক্ষোভ শুরু করে ছাত্র-ছাত্রীরা । বিদ্যালয়ের উন্নতির সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, প্রধান শিক্ষকে বার বার অভিযোগ জানিও কোন কাজ না হওয়ায় আবারো পথে নামলো ছাত্র-ছাত্রীরা ।
বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ করে, প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এমনকি প্রধান শিক্ষকের ঘরে তালা বন্ধ করে আটকে রাখে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জানা যায় তাদের দাবী বিদ্যালয়ের বাথরুম থেকে শুরু করে বিদ্যুৎ,পানীয় জলের ব্যবস্থা বেহাল অবস্থা এখনো ঠিক হয়নি বলে অভিযোগ ।
স্কুলের ভেতরে মাঠ সহ মিড ডে মিলের বসে খাবার খাওয়ার যায়গা ঠিক নেই , এমনকি সাইকেল ঘর নেই এমনটাই অভিযোগ ছাত্র ছাত্রীদের ।