মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় ঘরের দেওয়াল ভাঙতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক যুবকের।ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল আটটা নাগাদ ।
মৃতের নাম টিঙ্কু মোল্লা,।বয়স ২৫ বছর।বাড়ি সাগরপাড়া থানার পোল্লাগাড়ি এলাকায়।
সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজিপাড়া এলাকায় দেওয়াল ভাঙার কাজ করছিল। সেই সময় হঠাৎ দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় টিঙ্কু মোল্লার।
https://www.facebook.com/230205334351193/videos/201386661592172
ইলেকট্রিক ডিল মেশিন দিয়ে ওয়াল ভাঙ্গার কাজ করছিলেন ওই যুবক বলেও জানা যায়।দেওয়ালের তলা থেকে উদ্ধার করে তড়িঘড়ি সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।