আদালতের রায় যে কোনো মতেই বেসরকারি স্কুল গুলি ৮০শতাংশের উপর ফি নিতে পারবে না।কিন্তু দেখা যাচ্ছে এখনো বেশ সরকারি স্কুলগুলিতে সম্পূর্ণ ফি নিচ্ছে, এ ছাড়া গাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের ফিস কাটা হচ্ছে অভিভাবকদের কাছ থেকে।
করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে আদালতের রায় কে উপেক্ষা করেই সারা রাজ্যের সাথে মালদা জেলাতে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরেও প্রত্যেকটি বেসরকারি স্কুলে এখনো নেওয়া হচ্ছে সম্পূর্ন ফি।
https://www.facebook.com/230205334351193/videos/982051642306444
তার বিরুদ্ধে এদিন মালদা জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে প্রশাসন ভবনের ডেপুটেশন দেয় বামফ্রন্টের শাখা সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশন।