উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ অরাজনৈতিক সংগঠনের তরফে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হল।শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের মালদা জেলা কমিটির তরফে মানিকচক বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ পালন করে।
পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে পাঁচ দফা দাবির ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেন।নেতৃত্ব ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম নন্দী সহ জেলা নেতা কর্মীরা।
https://www.facebook.com/230205334351193/videos/713156659614319
মালদার ভুতনি থানার তিনটি অঞ্চল এলাকার মানুষের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।পাঁচ দফা দাবি গুলি হল বিদ্যুৎ বিলে কারচুপি বন্ধ করতে হবে,বিদ্যুৎ বিভ্রাট ভোল্টেজের সমস্যা মিটাতে হবে,বিদ্যুৎ বিল জমা নেওয়ার অফিস ভূতনিতে খুলতে হবে,গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে সহ মোট পাঁচটি দাবির স্বারকলিপি প্রদান করা হয়।
পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেই দাবি সংগঠনের।