বীরভূমের দুবরাজপুরে থানায় বিজেপির পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন
বিজেপির পক্ষ থেকে বীরভূম জেলার প্রতিটি থানায় দেওয়া হচ্ছে ডেপুটেশন। আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর বিজেপি ও ব্লক মণ্ডলীর পক্ষ থেকে কয়েক হাজার কর্মী সমর্থকরা একটা মিছিল করে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। তারপর পাঁচজন বিজেপির প্রতিনিধি দুবরাজপুর থানায় ৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন।
এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর A মণ্ডলীর সভাপতি সাধন ধীবর, দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, সাধারন সম্পাদক স্বরূপ আচার্য, বিজেপি নেতা প্রভাত চ্যাটার্জী সহ অন্যান্যরা। তাঁদের দাবিগুলি হল, অবিলম্বে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত মিথ্যা মামলা আছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সমস্ত থানা গুলোকে তৃণমূলের পার্টী অফিস বানানো চলবে না।
তৃণমূলের মাফিয়া ও সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ৬০ নম্বর জাতীয় সড়কে অবৈধ কয়লা, বালি ও পাথরের ওভারলোড গাড়ী যাওয়ার ফলে মানুষের যাতায়াত অযোগ্য হয়ে পড়েছে। তাই বেআইনি কাজ বন্ধ করতে হবে। বিজেপির দুবরাজপুর A মণ্ডলীর সভাপতি সাধন ধীবর জানান, আমরা ৫ দফা দাবি নিয়ে থানায় ডেপুটেশন প্রদান করলাম। তাই দুবরাজপুর থানার আইসি বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।