কেন্দ্র সরকারের কৃষি বিল এর প্রতিবাদে মানিকচক সহ কৃষি দপ্তর অফিসে ডেপুটেশন ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো বামফ্রন্ট নেতৃত্ব ।
জেলার সমস্ত ব্লকের পাশাপাশি মানিকচকের কামালপুর এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়কের উপর এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে বামফ্রন্ট নেতৃত্ব ।
https://www.facebook.com/230205334351193/videos/379497113265949
প্রায় ৩০ মিনিট চলে এই অবরোধের পর স্মারকলিপি কৃষি দপ্তর আধিকারিক এর হাতে তুলে দেয় বামপন্থীরা নেতৃত্ব।