Home আজকের খবর বাম সংগঠনের ডেপুটেশন

বাম সংগঠনের ডেপুটেশন

মালদার হরিশ্চন্দ্রপুরে কংগ্রসের গ্রাম পঞ্চায়েতে দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন বাম সংগঠনের, হাস‍্যকৌতুকে তৃণমূল

 

কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল হরিশ্চন্দ্রপুর বাম নেতৃত্ব। বংলা আবাস যোজনায় সঠিক তালিকা প্রকাশ,
সরকারি তালিকাভুক্ত উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়া বন্ধ ,সরকারি নিয়ম মেনে টেন্ডার ,বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা এবং ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার সব বুথে জল নিকাশের জন্য ড্রেনের ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে সোমবার ডেপুটেশন দিলেন হরিশ্চন্দ্রপুরের বাম সংগঠনের নেতৃত্বরা।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম)এর রাজ্য কমিটির সম্পাদক জামিল ফিরদৌস সহ অন্যান্য নেতাকর্মীরা এবং প্রায় দুই শতাধিক বাম সমর্থক।

বিকেলে তারা ভিঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। চলতে থাকে দুর্নীতি সহ একাধিক অভিযোগ স্লোগান।
দলীয় পতাকা ও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম সংগঠনের সদস্যরা।পরে প্রধানের কাছে বিভিন্ন দাবি নিয়ে এক স্মারকলিপি জমা দেন।
এই দাবিগুলি খুব শীঘ্রই পূরণ না করলে বৃহত্তম আন্দোলনের নামার হুঁশিয়ারি দেয় বাম সংগঠন।

বাম সংগঠনের ডেপুটেশন ( মালদা )

বাম সংগঠনের ডেপুটেশন ( মালদা )

Gepostet von ACN Life News am Montag, 21. September 2020

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বিমান বিহারি বসাক বলেন, “ডেপুটেশনের স্মারকলিপি আমাকে তুলে দেন সিপিআইএম নেতারা। তাদের দাবি গুলি জনগণের স্বার্থেই। সরকারী নিয়ম মেনেই টেন্ডার হয়,সঠিকভাবে বাংলা আবাস যোজনা তালিকা প্রকাশ হয়, ঘর দেওয়ার নাম করে কোনো পঞ্চায়েত সদস্য কাটমানি খাই এমন খবর তার কাছে নেই।তাদের দাবি যতটা সম্ভব পূরণ করার আশ্বাস দেওয়া হয় পঞ্চায়েতের তরফে।”

এ প্রসঙ্গে সিপিআই(এম) এর রাজ্য কমিটির সম্পাদক জামিল ফিরদৌস জানান, তৃণমূল ও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়াই পরিনত হয়েছে।অসহায় মানুষদের প্রাপ্য নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে।সারা রাজ্য জুড়ে চলছে সিপিআই (এম )এর পক্ষ থেকে গণ ‌ডেপুটেশন।ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। আশা রাখছে তাদের দাবি গুলি জনগণের স্বার্থে পূরন করবে প্রধান।
তাই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সিপিআইএম পথে নেমেছে। দাবি না মানা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ।

আর কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বামেদের ডেপুটেশনকে হেসে উড়িয়েছেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল নেতা মংলুদ্দিন। তিনি বলেন গত ২০১৬ সালের বিধানসভায় তার জোট হয়ে লড়েছিলেন। তারা তো ভাই ভাই। ভোট আসলেই জোট তাদের। তবে তারা কি ভাগাভাগি পায়নি এই জন‍্যই গনডেপুটেশন। না কি অন‍্যকিছু? তিনি এভাবেই হেসে মন্তব্য করলেন। তিনি বলেন তৃণমূল কাটমানি খায়না। খায় কংগ্রেসও আজ তার প্রমান ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। যেটি তুলে ধরলেন বামেরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments