বিধানসভার নির্বাচন দোরগোড়ায়। প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। এরইমধ্যে দেওয়াল লিখনের কর্মসূচি তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণের চলছে দেওয়াল লিখনের কাজ।
এদিন পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার আয়মাপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের যুবকর্মীরা উৎসাহের সঙ্গে গ্রামজুড়ে দেওয়াল লিখন করছেন।
https://www.facebook.com/230205334351193/videos/884299328775850
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্পগুলির প্রচারের দেওয়াল লিখনে উঠে এসেছে। পাশাপাশি তৃণমূল যুব কর্মীরা বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন।
এই দেওয়াল লিখনের কাজে হাত লাগান প্রবীণ তৃণমূল কর্মী থেকে মহিলা তৃণমূল কর্মীরা। উৎসাহের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এই দেওয়াল লিখনে তুলে ধরে।