Home আজকের খবর পানীয় জল প্রকল্পের পাইপে লিক, জলে ডুবল 50 বিঘা ধান জমি

পানীয় জল প্রকল্পের পাইপে লিক, জলে ডুবল 50 বিঘা ধান জমি

দেশজুড়ে যখন কৃষকরা আন্দোলনে, ঠিক তখনই কৃষকদের পাকা ধানের জমি পিএইচই দপ্তরের উদাসীনতায় জলে ডুবলো।ঘটনা ঘিরে চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। ঘটনাটি সামনে এসেছে মালদার মানিকচকের মথুরাপুরে অঞ্চলের কামালপুর এলাকায়।চাষীদের অভিযোগ প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি বর্তমানে জলের তলায়।পিএইচই দপ্তরের পরিশোধিত ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন্দ্র থেকে অপ্রোজনীয় জল পাকা ধানের জমি প্লাবিত করেছে।যদিও দ্রুত ব্যবস্থার আশ্বাস মালদা জেলা পরিষদের সভাধিপতির।

মানিকচক ব্লকের কামালপুর এলাকায় অবস্থিত রয়েছে পিএইচই দপ্তরের জল পরিশোধিত ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন্দ্র। অভিযোগ কেন্দ্রের অপ্রয়োজনীয়’ জল কামালপুর এলাকার একটি সরকারি পুকুরে ফেলা হয়েছে দপ্তরের তরফে। বিপুল পরিমাণে জল ফেলার ফলে সেই জলে প্লাবিত হয়েছে পুকুর সংলগ্ন জমি।চাষীদের অভিযোগ বর্তমানে প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি জলে ডুবেছে। ধন কেটে ঘরে তোলার আগে এভাবে জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

https://www.facebook.com/230205334351193/videos/739044033376797

চাষীরা জানিয়েছেন,এই এলাকায় শতাধিক পরিবার চাষবাস করে নির্বাহ করেন। লকডাউন এর পরবর্তীতে ঋণ নিয়ে জমিতে চাষ বাস করেছেন। ধান পেকে যাওয়া কাটার কাজ শুরু হতে চলেছে। ঠিক সেই সময় পিএইচই দপ্তরের জল প্লাবিত করে দিয়েছে গোটা পাকা ধানের জমি বলে অভিযোগ চাষীদের। বিগত বছরগুলোতে ঠিকা একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার চাষীদের পরিবার। সে সময় PHE কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে বর্তমানে পাকা ধনের জমিতে জল প্রবেশ করায় কার্যত মাথায় হাত পড়েছে চাষীদের। দ্রুত জমি থেকে জল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ সেই দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা। তা না হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন সমস্ত চাষীরা বলে জানিয়েছেন তারা।

যদিও ঘটনা নিয়ে PHE কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।তিনি জানান, পিআইসি দপ্তরের অপ্রয়োজনীয় জল প্লাবিত হয়ে যাওয়ার সমস্যা হয়েছে চাষীদের। তাই চাষীদের যাতে করে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে না হয় তার জন্য পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে আধিকারিকদের সমগ্র বিষয়টি জানিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments