ধনিয়াখালীর গোপীনাথ পুর এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের প্রতিবাদ মিছিল।
হাথ রাসের ঘটনার প্রতিবাদে এবং কৃষি আইন বাতিলের দাবিতে এদিন ধনিয়াখালীর গোপীনাথ এক নং পঞ্চায়েতের দ্বাদশ মন্দির থেকে চৌতারা পেট্রোল পাম্প পযন্ত প্রায় তিন কিমি পায়ে হেটে মিছিল করে তৃণমূল নেতা কর্মীরা।
ধিক্কার মিছিল ( হুগলী )
Gepostet von ACN Life News am Samstag, 17. Oktober 2020
মিছিলের নেতৃত্ব দেন তৃণমুল কৃষক সংগঠনের হুগলী জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়।
প্রতিবাদ মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং এলাকার কৃষক।