সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠলো এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুর বামুনারি মোড়ের ঘটনা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐ কম্পিউটার শিক্ষক ও নির্যাতিতা দু’জনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, কোতুলপুরের বামুনারি মোড়ের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘ চার পাঁচ বছর কাজ করছেন অভিযোগকারিনী। তার দাবি ঐ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মালিক-শিক্ষক সদয় দে একাধিকবার ধর্ষণ করেন। গত ২৭ সেপ্টেম্বর তারিখে তাকে ধর্ষণ ও মারধোর করা হয় বলে অভিযোগ। সোমবার বিষয়টি তিনি লিখিতভাবে কোতুলপুর থানায় জানালে অভিযোগকারিণী ও অভিযুক্ত দু’জনকেই পুলিশ আটক করে। এদিন পুলিশের পক্ষ তাদের আলালতে তোলা হয়।
ধর্ষণের অভিযোগ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে ( বাঁকুড়া )
ধর্ষণের অভিযোগ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 6. Oktober 2020
অভিযুক্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে অভিযোগকারিণী দাবি, তাকে বিয়ে করলেই তিনি অভিযোগ প্রত্যাহার করবেন। তার আগে নয় বলেই তিনি জানান।