চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ,বিজেপির।ধর্ষণের ঘটনার নিন্দায় লকেট
চুঁচুড়ার কামাড়পাড়ায় নারী ধর্ষণ দীর্ঘ ২৪ ঘন্টা কেটে গেলেও চুঁচুড়া মহিলা থানা অভিযোগ না নেওয়ায় বিক্ষোভ দেখালো বিজেপি যুব ও মহিলা মোর্চা।
https://www.facebook.com/230205334351193/videos/1022812161550341
মঙ্গলবার চুঁচুড়া ঘোড়ির মোড়ে অবরোধ করে বিজেপির যুব ও মহিলা মোর্চার জেলার নেতৃত্বেরা।পরে একটি মিছিল করে চুঁচুড়া মহিলা থানায় গিয়ে অভিযোগ জানায়।
চুঁচুড়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী।