চোরাই বাইক সহ গ্রেফতার চার দুষ্কৃতী ।গত রবিবার সন্ধ্যায় মালদা জেলার মানিকচক থানার মানিকচক ঘাট এলাকায় ঝাড়খন্ড রাজ্যে নদীপথে চোরাই বাইক পাচারের আগে গোপন সূত্রের খবরে ধরপাকড় অভিযান চালিয়ে মানিকচক থানা পুলিশ একটি চোরাই বাইক সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করে।সোমবার মালদা জেলা আদালতে পেশ করে ধৃতদের পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম জাবুল শেখ ,কাবা খান ,জাহারুল হক, হাকিমূল শেখ।এদের প্রত্যেকের বাড়ি মানিকচকের নারায়নপুর এলাকায়। পুলিশ আরো জানায় এই ঘটনায় আরও কিছু যুক্ত আছে। বাইকটি কিছুদিন আগে চুরি করে আনা হয়েছিল।