ডায়মন্ড হারবার, ১৬ জুলাই : বিভিন্ন সময়ে চুরি গেছে মোবাইল । এবার তা ‘প্রাপ্তি’ নামক বিভাগের উদ্যগে উদ্ধার পুলিশের । এদিন ১৬০টি মোবাইল উদ্ধার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলায় বেশ কিছু দিন ধরে চুরি যাচ্ছিল মোবাইল । চুরির ঘটনা ঠেকাতে পুলিশের তরফে ‘প্রাপ্তি’ নামক একটি বিভাগ খোলা হয় । যার কাজ শুধুমাত্র চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা । এরপর পুলিশ অভিযান চালাতে শুরু করলে ১৬০টি মোবাইল উদ্ধার হয় ।
ডায়মন্ডহারবার জেলা পুলিশের পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই 25 টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে । বাকি মোবাইল গুলি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে । পুলিশের এই ‘প্রাপ্তি’-র সাহায্যে আগামী দিনেও এই ধরনের কাজ করা হবে ।
এদিকে, চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে যথেষ্ট খুশি প্রকৃত মালিকরা । নিঃসন্দেহে পুলিশের এটি বড় সাফল্য বলে মনে করছেন ডায়মন্ড হারবারের মানুষ ।