Home অতীতে. অতীতে ফিরে গেলেন নাকি মালাইকা ?আরবাজ়কে চোখ খুলতেই দেখলেন ।

অতীতে ফিরে গেলেন নাকি মালাইকা ?আরবাজ়কে চোখ খুলতেই দেখলেন ।

হাসপাতালের শয্যায় শুয়ে প্রথম যাঁকে দেখেন, তিনি আরবাজ় খান।তবে কারণ কি ?চলতি বছর ২ এপ্রিল মহারাষ্ট্রের খপলির এক রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছিল। পুণে থেকে মুম্বই ফেরার পথে দুমড়েমুচড়ে গিয়েছিল মালাইকার রেঞ্জ রোভার গাড়ি। তবে গাড়িতে তিনি একাই ছিলেন।পথ দুর্ঘটনা বছরের শুরুতেই । গাড়িতে ছিলেন মালাইকা অরোরা। গুরুতর জখম হয়ে তাঁর চোখ নষ্ট হয়ে যেতে বসেছিল। তবে অস্ত্রোপচারে তাঁকে সুস্থ করে তোলেন চিকিৎসকরা। কিন্তু চিন্তা ছিল অভিনেত্রীর, আবার দেখতে পাবেন তো? যে দিন ব্যান্ডেজ খোলা হয়, হাসপাতালের শয্যায় শুয়ে প্রথম যাঁকে দেখেন, তিনি আরবাজ় খান।

মালাইকার প্রাক্তন স্বামী। সে দিন আরবাজ়কে দেখে খুব স্বস্তি পেয়েছিলেন মালাইকা। তাঁকে ধন্যবাদ দিয়েছিলেন দেখতে আসার জন্য।তবে রসিকতা করতে ছাড়েননি প্রাক্তন স্বামী। মালাইকাকে জিজ্ঞাসা করেন, “কী ভাবছ? অস্ত্রোপচারের পর চোখ খুলে অতীতে ফিরে গিয়েছ?” মালাইকা খুব হেসে ওঠেন।মুভিং ইন উইথ মালাইকা’ অনুষ্ঠান দিয়ে টেলিভিশন দুনিয়ায় আবার পা রেখেছেন অভিনেত্রী। নিজের রিয়্যালিটি শো-এ এসেই পুরনো গল্প বলছিলেন। তখনই উঠে আসে এই সাম্প্রতিক ঘটনা।

অনুষ্ঠানে পাশে বসেছিলেন ফারহা খান। মালাইকা দুর্ঘটনার স্মৃতি হাতড়ে তাঁকে বললেন, “সেই মুহূর্তে মনে হয়েছিল দৃষ্টিশক্তি হারালাম। কোনও কিছুই দেখতে পাইনি চোখে কয়েক ঘণ্টা। এত কাচের টুকরো ভেঙে ঢুকে গিয়েছিল চোখে! আর এত রক্ত যে, মনে হচ্ছিল আমি বাঁচব না। আরহানকে আর দেখতে পাব না। এর পরই হাসপাতালে জ্ঞান ফেরে।”এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, আগের সময়ে ফিরে গিয়েছেন। তাঁর পরিবার এখন আরবাজ় আর আরহান। সেই উপলব্ধি আতঙ্কের মুহূর্তে শান্তি দিয়েছিল বলেই জানান অভিনেত্রী।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments