Home all over india না ফেরার দেশে পাড়ি

না ফেরার দেশে পাড়ি

বীরভূম-সেখ রকিবুদ্দিন,২০ জুন;-” অগনিত ভক্তদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বীরভূমের গাইসাড়া শরীফের বড় হুজুর সৈয়দ নুরুল হোসেন বোখারি ”

 

 

 

 

 

 

বীরভূম জেলার চন্দ্রপুর থানার অন্তর্গত গাইসাড়া শরীফের প্রান পুরুষ বড় হুজুর পীরে কামেল সৈয়দ নুরুল হোসেন বোখারির আজ শেষকৃত্য হয়।বড় হুজুরের যোগ্যপুত্র তথা বর্তমান গাইসাড়া শরীফের কর্নধার সৈয়দ সাইফুল হোসেন বোখারি জানান গত শনিবার তার পিতা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মারা যান।

 

 

 

 

 

 

 

 

 

 

দেশের নানাপ্রান্তে বড় হুজুরের অগনিত ভক্তদের কথা ভেবে আজ সোমবার কবরস্থ করার কথা ঘোষণা করা হয়েছিল।সেইদিন থেকেই আজ পর্যন্ত হাজার হাজার মানুষ আসেন তাদের প্রিয় মানুষ টিকে শেষবারের মত দেখতে।দুর্গাপুর থেকে শবদেহ নিয়ে আসার পথে ইসলামপুর ফকির বাবার মাজারে কিছুক্ষন শ্রদ্ধা জানানো হয়।দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে,ভাইস চেয়ারম্যান মীর্জা সৌকত আলি সহ বিশিষ্ট জনেরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

গাইসাড়া শরীফে এসে শেষ শ্রদ্ধা জানান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশরায় চৌধুরী,রাজনগর ব্লক তৃনমূল সভাপতি সুকুমার সাধু।স্থানীয়দের অনুমান বড় হুজুরের এই জানাজায় প্রায় ৪০-৫০ হাজার মানুষের সমাগম হয়।আগত মানুষের সুবিধার্থে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।পুরো দায়িত্বে ছিলেন বীরভূম জেলা পুলিশের ডিএসপি(হেডকোয়ার্টার )মোহতাসিন আখতার,চন্দ্রপুর সার্কেল সি আই পিযুষকান্তি লায়েক,চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জী।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments