বৌ ভাগিয়ে নেয়ায় মাঠে নেমেই দীনেশ কার্তিকের নামে জয়ধ্বনি শুনতে হলো মুরলি বিজয়কে।যারা ক্রিকেট সংক্রান্ত নানান খুঁটিনাটি বিষয় নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে মুরলি বিজয় শুধুমাত্রা তার খেলার জন্য আলোচনায় থাকেন না। বরং তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয় দীনেশ কার্তিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।দীনেশ কার্তিকের প্রাক্তন স্ত্রী নিকিতার সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তীকালে বিয়ে রীতিমতো আলোড়ন ফেলেছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
প্রসঙ্গত নিকিতা ও মুরলি বিজয়ের সম্পর্কের কথা জানতে পেরে দীনেশ কার্তিক ২০১২ সালে বিবাহবিচ্ছেদ করেন। এরপরেই মুরলি বিজয় এবং নিকিতা নিজেদের মধ্যে বিবাহ করেন। এর আগেও প্রাক্তন ভারতীয় টেস্ট ওপেনারকে এমন ট্রোলিংয়ের শিকার হয়েছেন। সেই ঘটনা যে এখনো অনেকে মনে রেখেছেন তার প্রমাণ পাওয়া গেছে টিএনপিএল এর সাম্প্রতিক ম্যাচে যখন মুরলি বিজয় মাঠে নেমেছিলেন।ত্রিচি ওয়ারিয়র্সের হয়ে টিএনপিএলে ফিল্ডিং করতে নামার সময় মুরলী বিজয় বাউন্ডারির সাইডে চলে আসেন।
সেই সময় তাকে দেখে গলা খোলেন দর্শকরা। তার কাছাকাছি উপস্থিত প্রত্যেক দর্শক দীনেশ কার্তিকের নামের শর্টফর্ম ডিকে ডিকে বলে চিৎকার করতে থাকেন।মুরলী বিজয় অবশ্য এতে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেয়নি বরং তিনি গ্যালারির দিকে ঘুরে হাততালি দিয়ে দর্শকদের অভিবাদন জানান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল।তামিলনাড়ুর তারকা ক্রিকেটারকে সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাচ্ছে। টিএনপিএল ২০২২ সংস্করণে তিনি ত্রিচি ওয়ারিয়র্সের জার্সিতে খেলছেন। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বহুদিন পর ক্রিকেটে ফিরেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।