Home ১৪ ও আইফোন ছাড় ছাড়!আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ফোনে ব্যাপক ছাড়! কত দামে...

ছাড় ছাড়!আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ফোনে ব্যাপক ছাড়! কত দামে কেনা যাচ্ছে?

গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। সেই সময়ে আইফোন ১৪ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন সেই মডেল ছাড়া যুক্ত হয়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৬৪,৯৯৯ টাকায়। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও আইফোন ১৪-র ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে। এর পাশাপাশি ফোনের ক্ষেত্রে ১ বছর এবং ইন-বক্স অ্যাকসেসরিজের ক্ষেত্রে ৬ মাসের ওয়ারেন্ট রয়েছে।

অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। তবে সেই ফোন এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৭২,৯৯৯ টাকায়। এই ফোনের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করতে ১০০০ টাকা ছাড় থাকছে। কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে হলুদ রঙের আইফোন। অ্যাপেল আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) দুটো মডেল হলুদ রঙে লঞ্চ হয়েছে সম্প্রতি।

আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) – এই দুই ফোন সম্প্রতি হলুদ রঙে লঞ্চ হয়েছে। গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল। লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ রঙের ভ্যারিয়েন্ট।

১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে এই দুই আইফোন মডেল। ভারতেহলুদ রঙের আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিং।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments