বৃহস্পতিবার বাঁকুড়া বনকাটি কোনকাস্ট বেঙ্গল কারখানা খোলার দাবিতে বাঁকুড়া জেলা শাসক দপ্তরে একটি বৈঠক হয় শ্রমিকদের বকেয়া বেতন পুজোর বোনাস কারখানা খোলার বিষয় নিয়ে এই অনুষ্ঠিত এই বৈঠকে জেলাশাসক এস অরুণ প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা,বাঁকুড়ার জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, বাঁকুড়া বিধায়িকা শম্পা দরিপা, বাঁকুড়া জেলার আই এন টি টি ইউ সি সংগঠনের সভাপতি অলোক সেন মজুমদার, কোন কাস্ট বেঙ্গল কারখানার শ্রমিক নেতা প্রদীপ দাস সহ অন্যান্যরা ।
এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী বলেন যে কেন্দ্র সরকারের ভুল নীতির কারণে আজ বাঁকুড়া জেলার এই কারখানার এই দুর্দশা । এর জন্য তিনি সরাসরি বাঁকুড়ার বিজেপি সাংসদকে দায়ী করেন । তিনি মানুষকে বলেন যে তাঁথা যেন তাঁদের সাংসদকে এই বিষয়ে জিজ্ঞেস করেন যে কেন তাঁদের ভোট নিয়ে তাঁদের এলাকার সর্বনাশ করা হচ্ছে ।
জেলাশাসকের দপ্তরে বৈঠক ( বাঁকুড়া )
জেলাশাসকের দপ্তরে বৈঠক ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 8. Oktober 2020
তিনি জোর দিয়ে বলেন যে কেন্দ্রীয় সরকারের এই আইনের ফলে মানুষের সর্বনাশ হচ্ছে এই ক্ষেত্রে তাঁদের সাংসদকেও এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে । তিনি শ্রমিক শ্রেণীকেওে ও এর বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করার আহ্বান জানান । অন্যদিকে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন যে কারখানার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় । এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।