Home ১০৩ বছর কোনও ওষুধ খেতে হয় না! ১০৩ বছর বয়সে এসেও ফিট’ আছেন এই...

কোনও ওষুধ খেতে হয় না! ১০৩ বছর বয়সে এসেও ফিট’ আছেন এই বৃদ্ধা কী করে?

চলতি বছরেই ১০৩ বছরে পা দিয়েছেন টেরেসা। কিন্তু বয়স যে তাঁর ফিট থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তা কিন্তু নয়। বরং ফিটনেসের দৌড়ে অনেক কমবয়সিদের চেয়ে এগিয়ে তিনি।১০০ বছর বয়স পেরিয়ে তা প্রমাণ করলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা টেরেসা মোর।টেরেসার বয়সে এমন ভাবে জীবনের উদ্‌যাপন সহজ নয়। টেরেসা চান জীবনের শেষ দিন পর্যন্ত ফিট থাকতে। বয়সের ভারে খানিকটা ন্যুব্জ তিনি হয়ে গিয়েছেন বটে, তবে তাতে তাঁর সুস্থ থাকার পথে কোনও প্রতিবন্ধকতা তৈরি করেনি। সপ্তাহে চার দিন স্থানীয় একটি জিমে যান তিনি। বেশ অনেক ক্ষণ সেখানে কাটান।

ওজন তোলা থেকে স্কোয়াট, সব করেন। সপ্তাহের বাকি দিনগুলি বাড়িতেই ট্রেডমিলে হাঁটেন। শরীরচর্চা করার বেশ কিছু যন্ত্রপাতি বাড়িতেও রেখেছেন। মাঝেমধ্যে সে সবও ব্যবহার করেন।টেরেসা জানিয়েছেন, শরীরচর্চার অভ্যাস তাঁকে সুস্থ থাকতে সাহায্য করে। তাঁর মতে, মা প্রথম থেকে জিম করতে ভালবাসেন। জিমে যাওয়া তাঁর দৈনন্দিন অভ্যাসের মধ্যে পড়ে।সাজতেও ভালবাসেন এই বৃদ্ধা। কোথাও বেরোনোর আগে তাঁর মেকআপ করতে সময় লাগে কয়েক ঘণ্টা।

মেকআপ হয়ে গেলেও পোশাকের সঙ্গে মানানসই গয়না বাছতে যায় আরও কিছু ক্ষণ। এই বয়সেও একা সিনেমা দেখতে চলে যান। খেলেন ব্রিজও। টেরেসার কথায়, ‘‘আমাকে অনেকেই সাবধান করেন। বলা হয়, এই বয়সে একটু সতর্ক থাকা উচিত। কিন্তু আমি তা মনে করি না। কারণ মন থেকে খুশি থাকলে কোনও বয়সেই শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। আমি কোনও ওষুধ খাই না। চিকিৎসকের কাছেও যাই না। আমি সব সময়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করি। এটাই আমার সুস্থ থাকার একমাত্র রহস্য।’’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments