অরিন্দমের হাত ধরে বাংলা প্লে-ব্যাকের দুনিয়ায় বছর চারেক আগেই পা রেখেছিলেন অমৃতা, ‘জেনারেশন আমি’ ছবিতে গান গেয়েছিলেন। এরপর দাদার সঙ্গে ‘পাগলেট’-এর মতো বলিউড ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অমৃতার নতুন গান। গত রবিবার সারেগামাপা-র মঞ্চে হাজির হয়েছিলেন অরিজিতের বোন। সঙ্গে বিসমিল্লাহ পরিবারের সদস্যরা। নীল রঙা শাড়িতে ঝলমল করলেন অমৃতা। মঞ্চে গানও গাইলেন।
অমৃতার মন ছোঁয়া কন্ঠে বুঁদ সব্বাই। তাকে আদর করে ডাকে সোনামণি বলে। এদিন সোনামণি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেই ফেললেন, ‘ওদের পরিবারের উপর ভগবানের একটা আর্শীবাদ আছে। দাদা আর বোন যখনই গাইবে,লোকে শুনবে, দাদা অরিজিৎ সিং আর বোন অমৃতা সিং’।শুভশ্রী-ঋদ্ধি অভিনীত ‘বিসমিল্লাহ’ ছবিতে গান গেয়েছেন অরিজিতের আদরের ছোট বোন। ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। মিউজিকও দিয়েছেন তিনিই।
অমৃতার গলায় ছবির ‘তোমাকে দেখেনি’ গানটি ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের ছবির গানও প্রমোট করেন না সোশ্যাল মিডিয়ায়। প্রচারবিমুখ বলেই পরিচিত অরিজিৎ।তবে ছোট বোনের জন্য ভিন্ন পথে হাঁটলেন। সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে মনের জন্য আর্শীবাদ প্রার্থনা করেছেন। শেয়ারও করে নিয়েছেন অমৃতার গাওয়া ‘বিসমিল্লাহ’ ছবির গানের লিঙ্ক।