দেশের সবথেকে বড় জংশন স্টেশন কোনটি? দেশের সবথেকে বড় জংশন স্টেশনের নাম উত্তর প্রদেশের মথুরা জংশন৷মথুরা জংশন থেকে সাতটি আলাদা রুটে রেল লাইন বেরিয়ে গিয়েছে৷ এই স্টেশনে মোট দশটি প্ল্যাটফর্ম রয়েছে৷মথুরার পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম জংশন স্টেশনের নাম তামিলনাড়ুর সেলম জংশন৷
এই স্টেশন থেকে মোট ৬টি রুটে রেল লাইন বেরিয়েছে৷দেশের ব্যস্ততম টার্মিনাস স্টেশন হিসেবে নিউ দিল্লি এবং পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনকে গণ্য করা হয়৷আবার দেশের দীর্ঘতম প্ল্যাটফর্ম রয়েছে কর্ণাটকের হুবলি স্টেশনে৷ হুবলি স্টেশনের নতুন নামকরণ হয়েছে শ্রী সিদ্ধারুদ্ধা স্বামী রেল স্টেশন৷যে স্টেশন থেকে দুই বা তার অধিক রুটের রেলপথ আলাদা হয়ে যায়, তাকেই জংশন স্টেশন বলে৷