Home এসি অন এসি অন থাকলে কি গাড়ির মাইলেজ কমে যায়?

এসি অন থাকলে কি গাড়ির মাইলেজ কমে যায়?

অনেকেই ভাবেন এসি অন রাখলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সেই ভয়ে এসি চালু করার বদলে গাড়ির সব জানলা খুলে দেওয়া হয়। যাতে বাইরের হাওয়া গাড়িতে প্রবেশ করতে পারে।যেহেতু গাড়ির ইঞ্জিন স্টার্ট না করলে এসিও অন হয়না। আর ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন পড়ে তেলের। যত দীর্ঘ এসি অন থাকবে ততই শক্তির প্রয়োজন পড়বে ইঞ্জিনের। যা গাড়ির মাইলেজ ক্ষতিগ্রস্ত করতে পারে।অধিকাংশ গাড়ি চালকই এই যুক্তি বিশ্বাস করেন। কিন্তু সত্যি কি এসি অন থাকলে গাড়ির মাইলেজ কমে যায়? সাধারণত হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় এসি চালু না করে, জানলা খোলা রাখার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।

অনেকের ধারণা, জানলা খোলা থাকলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং পেট্রলও কম খরচ হবে।গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ সৃষ্টি হবে তত বেশি জ্বালানির প্রয়োজন পড়বে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেল খরচও বাড়তে শুরু করে। যা দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে।গাড়ি বিশেষজ্ঞদের মতে, এসি চালু রেখে গাড়ি হাই স্পিডে চালালে 5-10 শতাংশ মাইলেজ কমে যেতে পারে।

অন্যদিকে গাড়ির জানলা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচও দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজের কাঁটাও নিচের দিকে নেমে যায়। তাই এসি অফ রেখে যদি শহরতলীর মধ্যে চার চাকা নিয়ে বেরোন তাহলে মাইলেজে খুব একটা বেশি প্রভাব পড়বে না বলেই মনে করেন গাড়ি বিশেষজ্ঞরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments