Home আজকের খবর দলবদল নিয়ে চাপানউতোর

দলবদল নিয়ে চাপানউতোর

দলবদল এর পালা অব্যাহত ইন্দাস ব্লকে সিপিআইএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে I নিজেদের দলীয় কর্মীকে যোগদান করাচ্ছেন বিজেপি কটাক্ষের সূরা তৃণমূল কংগ্রেসের I

2021 এর লক্ষ্যমাত্রা মাথায় রেখে ইন্দাস ব্লকের বিজেপি সংগঠন কে মজবুত করতে আজ বাঁকুড়া জেলার পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 40 টি পরিবারের মোট 200 জন সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন I
আজকের ইন্দাস এর এই দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় , বিষ্ণুপুরের সাংসদ পত্নী সুজাতা খা , বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার , ইন্দাস মন্ডল 1 মন্ডল 2 সভাপতি দশরথ বাগদি ও গৌতম ধারা মহাশয় অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা I

আজ ইন্দাস এর একটি বিজেপির দলীয় বৈঠকে এসে বাঁকুড়া জেলা পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন 2021 এর নির্বাচন দোরগোড়ায় যে কারণেই আমরা প্রতিটি বিধানসভা অনুযায়ী আমরা বৈঠক করছি আজ ইন্দাস বিধানসভা এলাকায় চল্লিশটি পরিবার থেকে মোট 200 জন সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস থেকে সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করলেন তাদের অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের মানুষ I তিনি আরো বলেন বিষ্ণুপুর কোতুলপুর ইন্দাস এই এলাকা গুলি বালি মাফিয়াদের রাজ চলছে এলাকায় তৃণমূল গুন্ডামি করছে এখনো তৃণমূল যদি না শুধরে যায় তবে তাদের শুধরে দেওয়া হবে I

দলবদল নিয়ে চাপানউতোর ( বাঁকুড়া )

দলবদল নিয়ে চাপানউতোর ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Dienstag, 1. September 2020

আজকের যোগদান প্রসঙ্গে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস যুগ্ম আহ্বায়ক শেখ হামিদ বলেন বিজেপি দলটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে l বিজেপি একটা ব্যক্তিকে দেখিয়ে দিক যে তৃণমূল করতো আজ বিজেপি তে যোগদান করেছে l বিজেপি নেতৃত্বরা যখনি আসে তখনি বলে যে 30 40 টা পরিবার যোগ দিয়েছে l কিন্তু বাস্তবে দেখা যায় নিট ফল শুন্য l 30 40 টা লোক নিয়ে ওরা সভা করে l তিনি আরো বলেন রাজু ব্যানার্জী তিনি আজ পর্যন্ত জিততে পারেননি l তাই ওনার উদ্দেশ্যে বলি যে উনি আগে কোথাও জিতে দেখান l তিনি কটাক্ষের সঙ্গে বলেন তিনি আগে নিজের এলাকায় মানুষের সঙ্গে মিশুন l সংগঠন বাড়ান l তাহলে জিততে পারবেন l ইন্দাসে আপনার দলকে জেতানোর অলীক স্বপ্ন দেখছেন l এখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি l এখানকার মানুষ উন্নয়নের পক্ষে l এখানকার মানুষ মমতা বন্দোপাধ্যায় ছাড়া কাউকে ভরসা করেনা l
পুলিশকে থুতু চাটাবো এই কথা যিনি বলতে পারেন তার কাছ থেকে আমাদেরকে সংস্কৃতি শিখতে হবে না l

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments