Home আজকের খবর হরিশ্চন্দ্রপুরে পদ্ম শিবির ত‍্যাগ করে ১০০ জন যোগ দিলেন ঘাসফুল শিবিরে

হরিশ্চন্দ্রপুরে পদ্ম শিবির ত‍্যাগ করে ১০০ জন যোগ দিলেন ঘাসফুল শিবিরে

বিজেপি ছেড়ে ১০০ জনের যোগ তৃণমূলে।আজ মালদা জেলার হরিশচন্দ্রপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস এর হাত ধরে প্রায় ১০০ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এমনটাই দাবি তৃণমূলের। পিপলা উত্তরপাড়া বুথ থেকে এই ১০০ জন যোগ দিয়েছে বলে জানা গেছে। আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী,স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবন মল্লিক,তৃণমূল নেতা আফজাল হোসেন সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। মমতা ব্যানার্জীর উন্নয়নে শামিল হতে এরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি তৃণমূলের।

অনিতা দাস নামে যোগদানকারী এক মহিলা জানান,”আগে আমরা বিজেপি করতাম। কিন্তু বিজেপি থেকে কোন সুযোগ সুবিধা পায়নি। কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী থেকে শুরু করে রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা পাচ্ছি আমরা। তাই দিদির হাত শক্ত করতে আমরা প্রায় ১০০ জন আজ তৃণমূলে যোগ দিলাম। এই দলে যোগ দিয়ে খুব ভালো লাগছে। ”

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস বলেন,”অভিষেক ব্যানার্জীর নির্দেশে সারা রাজ্য জুড়ে যোগদান কর্মসূচি চলছে। আমাদের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের দলীয় কার্য্যালয়তেও তাই এই যোগদান কর্মসূচি হলো। পিপলা উত্তর বুথের প্রায় ১০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো।” তিনি আরো বলেন,”গত লোকসভা ভোটে ওই বুথ থেকে আমরা মাত্র ২২
টি ভোট পেয়ে ছিলাম। কিন্তু আজ সেখান থেকে ১০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো। আমাদের নেত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের সারা দিয়ে উনারা যোগ দিলেন। আসন্ন বিধানসভায় ভালো ফলের ব্যাপারে আমি খুবই আশাবাদী। ”

প্রসঙ্গত ,এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল বিধানসভা কংগ্রেসের দখলে। কিন্তু এবার এই দুটি বিধানসভায় ভালো ফল করতে মরিয়া শাসকদল। এবারের ভোটে আবার অন্যতম বড় চ্যালেঞ্জ বিজেপি।তাই ভোটের আগে ক্রমাগত যোগদান কর্মসূচির মাধ্যমে শাসক দল নিজেদের সংগঠন মজবুত করার ওপর জোর দিয়েছে। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments