চন্দননগরের গোন্দোলপাড়া খোলার আনন্দে মিছিল ও পথসভা বিজেপির
হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর প্রয়াসে চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল খোলার আনন্দে মিল শ্রমিকদের সঙ্গে নিয়ে মিছিল বিজেপির।
দলীয় কর্মসূচীতে লকেট ( হুগলী )
দলীয় কর্মসূচীতে লকেট ( হুগলী )
Gepostet von ACN Life News am Mittwoch, 21. Oktober 2020
বুধবার ভদ্রেশ্বর পোষ্ট অফিস থেকে জিটি রোড ধরে স্টেন্ড রোড হয়ে মিলের গেট পর্যন্ত মিছিল করে বিজেপি নেতা কর্মীরা।
এদিন মিছিলে নেতৃত্ব দেন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী।এরপর মিলের গেটে পথসভা করে বিজেপি।পথসভায় উপস্থিত ছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী।