মুর্শিদাবাদের ডোমকল মহকুমার জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রামে এক অন্যন্য প্রতিভা বেড়ে উঠছে একবুক স্বপ্ন নিয়ে। তার অদম্য ইচ্ছে ক্যারাটেতে আন্তর্জাতিক সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করা। একাদশ শ্রেণির ফাহমিদা সুলতানা , মায়ের কাছে উৎসাহ পেয়ে সাত বছর বয়সেই ভর্তি হয় ক্যারাটে স্কুলে।
শিখতে শিখতেই ছোট বড়ো অসংখ্য প্রতিযোগিতায় জেতে সোনার মেডেল। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এবং রাজস্থান,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা,বাংলাদেশের
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সফলতা এনে দেয়। এই বছরের শেষে
সিঙ্গাপুর,মালয়েশিয়া,বাংলাদেশ, নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ও আমন্ত্রণ পেয়েছে সে। সেখানেও সে সোনা জয়ের স্বপ্ন দেখছে । পেশা হিসেবে আইপিএস অফিসারই তার বেশি পছন্দ।