রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারের সরকার কর্মসূচি। রাজ্য সরকার জনগণের দুয়ারে নিয়ে এসেছে সরকারি পরিষেবা ।
এদিন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা স্কুলে দুয়ারের সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো । একই জায়গায় রাজ্য সরকারের সেরা এগারটি প্রকল্পের সুবিধা পাওয়ায় খুশি ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের মানুষজন ।
দুয়ারের সরকার কর্মসূচিতে মানুষজন ঠিকঠাক সরকারি পরিষেবা পাচ্ছে কিনা তা সারেজমিনে পরিদর্শন করছেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরবিন্দ পাল ,ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী, বলগোনা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আমজাদ আলী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক থেকে জনপ্রতিনিধিবৃন্দ।
এই ক্যাম্পে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, খাদ্যসাথী ,কন্যাশ্রী ,রূপশ্রী, শিক্ষাশ্রী, ফাস্ট সার্টিফিকেট ,100 দিনের কাজ, তপশিলি বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে। প্রথম পর্যায়ের বলগোনা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মানুষজন রাজ্য সরকারের এগারোটি প্রকল্পের সুযোগ সুবিধা পাননি তারা নিজের এলাকায় এই সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। এক ছাতায় রাজ্য সরকারের এগারোটি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় খুশি এলাকার মানুষ জন।