অভিনব কায়দায় গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ ।
পুলিশ জানায় ধৃতের নাম সঞ্জয় সিংহ। বয়স ৩৫ ।কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় তার বাড়ি।
গত শনিবার রাত্রে বর্ধমান সিউড়ি 2B জাতীয় সড়কে ভাতারের আমবোনা মোড় সংলগ্ন এলাকায় যাত্রী সেজে একদম ফিল্মি কায়দায় মারুতি সুইফট ডিজায়ার গাড়ি ছিনতাই করে তিন দুষ্কৃতী।
গাড়িচালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করে তার কাছ থেকে তিনটি মোবাইল ,চার হাজার টাকা ও মারুতি সুইফট ডিজার গাড়িটি নিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী।
https://www.facebook.com/230205334351193/videos/653285978660843
এরপরই তদন্তে নামে ভাতার থানার পুলিশ । তদন্তের ৪৮ঘন্টার মধ্যেই গাড়ি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ,ধৃতের নাম সঞ্জয় সিংহ। কলকাতার মেটিয়াব্রুজ এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরে এই দুঃসাহসিক গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে সমগ্র বিষয়টি তদন্তের জন্য পুলিশ আদালতের কাছে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে আদালতে পাঠায়।