দুই বোনের মৃত্যুতে শোকের ছায়া হরিশ্চন্দ্রপুরে ।
পুকুরে স্নান করতে গেছিল একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যু ।সেখানে জলে ডুবে মৃত্যু হয় তাদের।মৃত দুই কিশোরীর মধ্যে একজনের নাম দীপা মহালদার (১৩)এবং অন্যজনের নাম প্রিয়া মহালদার(১০)। ঘটনাটি ঘটে
মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তেতুলবাড়ি এলাকা।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুর জুরে ।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় দেবী সাগর নামে ওই পুকুরে স্নান করতে যাই দুই বোন।সাধারণত প্রতিদিন তারা পুকুরে স্নান করতে যেত না।স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি।টানা কয়দিন প্রবল বর্ষণের ফলে একেই পুকুর জলে থৈথৈ করছে।সাথে সেই পুকুরের গভীরতা ও ছিল অনেক বেশি। ফলে জলে ডুবে যায় দুই বোন।সেই সময় আশেপাশে উপস্থিত লোকেদের চিৎকার শুনে ছুটে আসে তার বাড়ির লোকেরা।গভীর খাল থেকে উদ্ধার করে দুই বোনের দেহ।কিন্তু ততক্ষণে যা আর শেষ রক্ষা হয়নি ।জানা গেছে এর আগে ওই পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে ২ জনের মৃত্যু হয়েছিল।
দুই বোনের মৃত্যুতে শোকের ছায়া ( মালদা )
দুই বোনের মৃত্যুতে শোকের ছায়া ( মালদা )
Gepostet von ACN Life News am Samstag, 26. September 2020
মৃতা ২ শিশুকন্যার কাকু কার্তিক মহালদার বলেন,”ওরা কোনদিন পুকুরে যায় না স্নান করতে।আমার বাচ্চা মেয়ের সঙ্গেই তো খেলা করছিল।জানিনা কখন চলে গেলো পুকুরে স্নান করতে।লোকজনের চিৎকার শুনে আমরা বেরিয়ে আসি।পুকুরের গভীর খাল থেকে দুইজনের দেহ উদ্ধার হয়।”
শেফালী সাহা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,”এর আগেও এই দেবী সাগরের জলে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।আজও এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল।একই সাথে দুই বোন পুকুরে ডুবে মারা গেল।তাই আমরা চাইছি এই পুকুরটি বন্ধ করে দেওয়া হোক।”
মিনা পরিহার নামে আরেক স্থানীয় বাসিন্দাও ওই একই দাবি জানিয়েছেন।এলাকার প্রত্যেকেই বাকরুদ্ধ এবং শোকস্তব্ধ এই ঘটনায়।
এদিকে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ দেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছে ময়নাতদন্তের জন্য ।
পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।