মালদা জেলার শহরকেন্দ্রিক সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আজ মালদা জেলা সমাহর্তা মাননীয় শ্রী রাজর্ষি মিত্র মহাশয়ের তত্ত্বাবধানে সানাউল্লাহ মঞ্চে একটি মিটিং করা হলো। উক্ত মিটিং-এ উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়, মাননীয় জেলা সমাহর্তা শ্রী রাজর্ষি মিত্র মহাশয়, মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া মহাশয় এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন।
মিটিংয়ে রাজ্য সরকারের জারি করা গাইডলাইন আজ পুজো কমিটি গুলিকে জানানো হয়েছে। সমস্ত স্বাস্থ্যবিধি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা প্যান্ডেলে তাদেরকে পুজো করতে বলা হয়েছে। এবার করোনা আবহে গোটা বিশ্বের সাথে সাথে এই বাংলাও জর্জরিত।
সেই অনুযায়ী সঠিক নিয়ম মেনে পুজো করার জন্য জেলার পুজো কমিটিগুলিকেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয় তার মূল্যবান বক্তব্য জানান আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্বিকভাবেই সমস্ত পুজো কমিটিগুলোকে ৫০০০০ টাকা করে দিয়েছেন,এছাড়া ৫০% ছাড় দিয়েছেন ক্লাবগুলির ইলেকট্রিসিটি বিলেও।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের শরিক হিসেবে আজ মালদা জেলা পরিষদের সভাপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয় বলেন প্রত্যেক প্যান্ডেল গুলি জেলা পরিষদের তরফ থেকে ২০০ টি করে মাস্ক দেওয়া হবে। এছাড়া ষষ্ঠী থেকে দশমী অবধি প্যান্ডেল গুলিকে জেলা পরিষদের তরফ থেকে স্যানিটাইজ করে দেওয়া হবে এবং তার সাথে সাথে ৫ লিটার করে স্যানিটাইজার সরবরাহ করা হবে পুজো কমিটিগুলিকে। গৌরবাবু কামনা করেছেন পুজোর দিনগুলোতে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক