Home আজকের খবর দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে বিপত্তি

দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে বিপত্তি

ফের দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙ্গে বিপত্তি। এবার ঐ ব্যারেজের ৩১ নম্বর গেট ভেঙ্গে হু-হু করে বেরিয়ে যাচ্ছে জল। ফলে শিল্প শহর দুর্গাপুরে জল সংকটের আশঙ্কার পাশাপাশি বড়সড় দূর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।

প্রসঙ্গত, বিগত ২০১৭ সালের নভেম্বরে এই ব্যারেজের ১ নম্বর গেট ভেঙ্গে পড়ায় সেই সময় ‘জলশূণ্য’ হয়ে পড়ে। পরে তা মেরামতি করা হয়। শনিবার ভোরে ফের নতুন করে ৩১ নম্বর গেট ভেঙ্গে পড়ায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

https://www.facebook.com/230205334351193/videos/1332392817107180

প্রত্যক্ষদর্শী কমল ওঁরাও বলেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ শৌচকর্ম করতে গিয়েছিলাম। তখন হঠাৎ প্রচণ্ড জোরে একটা শব্দ শুনতে পাই। পরে দেখি গেট ভেঙ্গে জল বেরিয়ে যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে ব্যারেজে পৌঁছে যান সেচ দপ্তরের আধিকারিকরা। উপস্থিত এক আধিকারিক বলেন, সেচ দপ্তর, ডিভিসি ও দুর্গাপুর নগর নিগমকে খবর দেওয়া হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা আসছেন। দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

https://www.facebook.com/230205334351193/videos/684549188834826

দুর্গাপুরের ব্যারেজের 31 নম্বর গেট ভাঙ্গা কে কেন্দ্র করে রাজ্য সরকারকে দোষারোপ করছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার । তিনি বলছেন এটা সরকারের ব্যর্থতা ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments