বাঁকুড়া, ৩১ জুলাই : জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজে । যার জেরে সোনামুখী, পাত্রসায়ের ও ইন্দাসের একাধিক গ্রামে বন্য়ার আশঙ্খা ।
গত ৩ দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে বৃষ্টিপাতের জেরে জলস্তর বেড়েছে দামোদর নদীর । এর ফলে দুর্গাপুর ব্যারেজে চাপ বেড়েছে । তাই আজ সকাল ১০ টা অব্দি দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার ৮৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে । এই বিপুল পরিমাণ জল ছাড়ার জেরে রীতিমতো বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া জেলার দামোদর তীরবর্তী গ্রামগুলিতে ।
একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে গত তিন দিন বৃষ্টির জলে জলমগ্ন চাষের জমি । তার ওপর ব্যারেজ থেকে জল ছাড়ায় বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ের ও ইন্দাস ব্লকের নিত্যানন্দপুর, সমিতিমানা, ঘোড়াডাঙ্গা, টাসুলি, চরগোবিন্দপুর, পাঁচপাড়া, ভগবতীপুর এই সমস্ত নদী তীরবর্তী গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা ।
বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুরের সুমতিমানা ও পাণ্ডেপাড়ায় দামোদর নদীর বাঁধ ভেঙ্গে গেছে । ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে জল । খবর পেয়ে এইসকল গ্রামীন এলাকাগুলি পরিদর্শনে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ।
এদিন দিবাকর ঘরামি গ্রামগুলি পরিদর্শনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন ।