Home আমার জেলা দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা

দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা

বাঁকুড়া, ৩১ জুলাই : জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজে । যার জেরে সোনামুখী, পাত্রসায়ের ও ইন্দাসের একাধিক গ্রামে বন্য়ার আশঙ্খা ।

 

গত ৩ দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে বৃষ্টিপাতের জেরে জলস্তর বেড়েছে দামোদর নদীর । এর ফলে দুর্গাপুর ব্যারেজে চাপ বেড়েছে । তাই আজ সকাল ১০ টা অব্দি দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার ৮৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে । এই বিপুল পরিমাণ জল ছাড়ার জেরে রীতিমতো বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া জেলার দামোদর তীরবর্তী গ্রামগুলিতে ।

 

 

 

 

 

একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে গত তিন দিন বৃষ্টির জলে জলমগ্ন চাষের জমি । তার ওপর ব্যারেজ থেকে জল ছাড়ায় বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ের ও ইন্দাস ব্লকের নিত্যানন্দপুর, সমিতিমানা, ঘোড়াডাঙ্গা, টাসুলি, চরগোবিন্দপুর, পাঁচপাড়া, ভগবতীপুর এই সমস্ত নদী তীরবর্তী গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা ।

 

বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুরের সুমতিমানা ও পাণ্ডেপাড়ায় দামোদর নদীর বাঁধ ভেঙ্গে গেছে । ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে জল । খবর পেয়ে এইসকল গ্রামীন এলাকাগুলি পরিদর্শনে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ।

 

 

 

 

এদিন দিবাকর ঘরামি গ্রামগুলি পরিদর্শনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments