হুগলি, ২১ জুলাই : পুলিশ ভ্যানে ডাম্পারের ধাক্কা । দুর্ঘটনায় মৃত ১ । আহত ২ । দাতপুর মহেশ্বরপুর NH2-তে ঘটনাটি ঘটে ।
পুলিশের সূত্রে জানা যায়, মহেশ্বরপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর কলকাতার দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি পুলিশ ভ্যান । তার সামনে একটি কন্টেনার ছিল । আচমকাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশভ্যানটির পিছনে ধাক্কা মারে । পুলিশ ভ্যানটি ছিটকে সামনে দাঁড়িয়ে থাকা কন্টেনারের নীচে ঢুকে যায় । ঘটনায় এক পুলিশ আধিকারিক এবং এক কনস্টেবল আহত হয় । তবে ভ্যানের চালক সিভিক ভলান্টিয়ার ভাস্কর সাঁতরাকে ঘটনাস্থলেই মারা যান ।
খবর পেয়ে দাদপুর থানার পুলিশ কর্মীরা দুর্ঘটনা স্থানে পৌঁছায় । পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ।