আগুন লাগার ঘটনায় দুই শিশুসহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার ঘটকপুকুর চৌমাতা য়।সেখানেই এদিন সাতসকালে মমতাজ মিষ্টান্ন ভান্ডার এর পাশে একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে প্রথম আগুন লাগে।
https://www.facebook.com/230205334351193/videos/306295054034354
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে।সেই দোকানের ঠিক পিছনেই একটু রেস্টুরেন্টে শাটার বন্ধ করে ঘুমাচ্ছিলেন দোকানের এক কর্মচারী ও দুই শিশু শ্রমিক। আগুনে তিনজনই পুড়ে মারা যায়।
ভাঙড় থানার ওসি দেওয়াল ভেঙে তাদের উদ্ধার করে নল মুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।তিন ঘণ্টা বন্ধ রাখা হয় বাসন্তী রাজ্য সড়ক।