বেহালা পর্ণশ্রীতে মর্মান্তিক দুর্ঘটনা। ছোট্ট মেয়ের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যু বাবার।
পর্ণশ্রী থানার অন্তর্গত বিশালক্ষী তলা রোডের আস্থা অ্যাপার্টমেন্টের দেড় বছরের মেয়েকে নিয়ে ছাদে বাবা খেলা করছিল হঠাৎই বেসামাল হয়ে বাবা চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়।
https://www.facebook.com/230205334351193/videos/421863698942147
পড়ে যাওয়ার আগে মেয়েকে ছুড়ে দেয়। এর ফলে মেয়েও পড়ে যায়। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাবা সুভাষ পান্ডা (৪৫) স্থানীয় মানুষেরা বিকট শব্দে আওয়াজ পেয়ে ছুটে এসে রক্তাক্ত সুভাষ পান্ডা কে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ।